kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

ত্রিশালে ৮ জুয়াড়ি আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ২০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেত্রিশালে ৮ জুয়াড়ি আটক

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার।

উপজেলার কানিহারী ইউনিয়নের বহুলীকান্দা ও মান্দাটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মিরাজ আলী, ফয়জুর রহমান ফয়সাল, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, ইলিয়াছ, আমিরুল ইসলাম, তরিকুল ইসলাম ও রাজিব আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

ত্রিশাল থানা অফিসার ইনচার্য মাহমুদুল হাছান বলেন, জেলা পুরিম সুপারে নির্দেশে জুয়া ও মাদকমুক্ত ত্রিশালের লক্ষ্যে এ অভিযান অব্যহত থাকবে।

মন্তব্যসাতদিনের সেরা