kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ১৬:০৩ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে রাফি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ঘাটাইল ইউনিয়নে শিমলা পুর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাফি উপজেলার ঘাটাইল ইউনিয়নের শিমলা পূর্বপাড়া গ্রামের  শাহ আলম মিয়ার ছেলে। তার মা গৃহবধূ মুক্তা বেগম। ঘটনার সময় রাফির মা পারিবারিক কাজে ব্যাস্ত ছিলেন। এ সময় শিশু রাফি খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে রাফির নিথর দেহ প্রতিবেশীরা ডোবায় ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা