kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

খেলতে গিয়ে পানিতে ডুবে জমজ সহোদরের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ১৫:৫৪ | পড়া যাবে ১ মিনিটেখেলতে গিয়ে পানিতে ডুবে জমজ সহোদরের মৃত্যু

যশোরের অভয়নগরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই বছর বয়সি জমজ দুই ভাইয়ের (সহোদর) মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিদ্ধিপাশা গ্রামে নির্মম এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত হাসান ও হুসেইন সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে।

মাজেদ শেখের ভাই স্থানীয় ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলা করছিল হাসান-হুসেইন। বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় দুই ছেলেকে না পেয়ে তাদের মা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার মধ্যে দুই ছেলেকে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, দুই বছর বয়সি সহোদরের মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্যসাতদিনের সেরা