kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

নলছিটিতে করোনা উপসর্গে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ১৪:১৭ | পড়া যাবে ১ মিনিটেনলছিটিতে করোনা উপসর্গে মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে বাবুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় উপজেলার বৈশাখীয়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। তিন দিন ধরে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, বাবুল মোল্লা সকালে বাড়ি থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে বুকে ব্যথা বেড়ে গিয়ে তার মৃত্যু হয়। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা