kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ইন্দুরকানীতে বজ্রপাতে জেলে নিহত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেইন্দুরকানীতে বজ্রপাতে জেলে নিহত

ইন্দুরকানীতে বল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও আহত হয়েছে একজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বজ্রবৃষ্টির সময় একদল ছেলে বল খেলছিল। এ সময় দাঁড়িয়ে খেলা দেখছিল উপজেলার কালাইয়া গ্রামের জেলে হামিদ হাওলাদারের ছেলে অহিদুল (২৫) ও বেড়াতে আসা জামাই খলিলুর রহমান। তখন হঠাৎ বজ্রপাতে আহিদুল নিহত হয় ও খলিলুর (৩০) আহত হয়। অহিদুলও পেশায় একজন জেলে। ওই গ্রামের বাসিন্দা পত্তাশী ইউপি সচিব মো. মতিউর রহমান খান বজ্রপাতে নিহতের বিষয় নিশ্চিত করেন।

মন্তব্যসাতদিনের সেরা