kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

অবশেষে হুইল চেয়ার পেলেন আহাদ আলী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ০৮:৩৯ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে হুইল চেয়ার পেলেন আহাদ আলী

`হারা গরীব মানুষ, হামার ছাউ কেউ তাকায় না' শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী আহাদ আলীকে হুইল চেয়ার দিলেন বগুড়া শেরপুরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ।

বগুড়া শেরপুরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ করতোয় কুরিয়ার সার্ভিসে একটি হুইল চেয়ার পাঠিয়ে দেন। হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা বুধবার হুইল চেয়ারটি নিয়ে আহাদ আলীর বাড়ী নওপাড়ায় যায় এবং তার হাতে হুইল চেয়ারটি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক খবর প্রতিনিধি মোসলেম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য।

হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে আহাদ আলী সাংবাদিকদের বলেন, ‘মুই বাহে একটা হুইল চেয়ারের জন্য কতো লোককে বলিচিনু কেউ দেয় নাই। উপজেলাতেও গেচুনু পাই নাই। আল্লাহ তোমাদেক ভালো করুক।’

মন্তব্যসাতদিনের সেরা