kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

এক দিনে সুনামগঞ্জে ৩৯ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ০২:১৩ | পড়া যাবে ১ মিনিটেএক দিনে সুনামগঞ্জে ৩৯ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জে রেকর্ডসংখ্যক করোনা রোগী করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮টি নমুনার মধ্যে ৩৯ জনেরই করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ২১৩ জন রোগী করোনায় আক্রান্ত হলেন। 

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে। এতে সবচেয়ে বেশি করোনা রোগী শণাক্ত হয়েছে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায়। 

সদরে ১৬ জন এবং ছাতকে ১২ জনের শরিরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, শাল্লা উপজেলায় ২ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন রোগী রয়েছেন। 

সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, মঙ্গলবার রাত ১০টায় আমাদের হাতে রিপোর্ট এসে পৌঁছেছে। নতুন ১৮৮টি নমুনার মধ্যে ৩৯ জনের শরীরেই করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা