kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

নিখোঁজের পাঁচ ঘণ্টা পর ডোবায় মিলল দুই শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৩ জুন, ২০২০ ০১:৩৮ | পড়া যাবে ১ মিনিটেনিখোঁজের পাঁচ ঘণ্টা পর ডোবায় মিলল দুই শিশুর লাশ

বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের শাহাপুর উত্তরপাড়া গ্রামে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর বাড়ির পাশে ডোবা থেকে দুই অবুঝ শিশুর লাশ উদ্ধার।

কাগইল ইউনিয়নের শাহাপুর উত্তরপাড়া গ্রামের ফুল মিয়ার শিশুপুত্র সৌরভ (৬) ও একই পাড়ার সোহেল ইসলামের শিশুপুত্র কাউছার (৮) মঙ্গলবার দুপুর আড়াইটার সময় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজি করার তাদেরকে না পাওয়ায় সন্ধ্যা ৭টার সময় এলাকাবাসী বাড়ির পাশের ডোবায় নিখোঁজ দুই শিশুর লাশ দেখতে পায়। পরে বিষয়টি তাৎক্ষণিক গাবতলী থানা পুলিশকে খবর দেয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের সঙ্গে কথা বললে তিনি জানান, খবর পেয়ে থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে হৃদয় বিদারক ঘটনায় এলাকাবাসী ও নিহত দুই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্যসাতদিনের সেরা