kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

সিলেটে মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

সিলেট অফিস   

৩ জুন, ২০২০ ০১:১২ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে মেয়রের স্ত্রী করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে মেয়রের স্ত্রী রয়েছেন। সামা হক চৌধুরী বর্তমানে বাসায় আছেন।

এর আগে মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে মেয়র নিজ বাসায় আইসোলেশনে আছেন। সর্বশেষ তার স্ত্রীর করোনা শনাক্ত হলেও শারীরিক তেমন জটিলতা নেই বলে স্বজনরা জানান।
সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

মন্তব্যসাতদিনের সেরা