kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

ঘাটাইলে সিঁধ কেটে চুরি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

২ জুন, ২০২০ ২০:৪০ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইলে সিঁধ কেটে চুরি

রাতের বেলা সিঁধ কেটে চুরির ঘটনা মানুষ যখন ভুলেই গেছে তখন টাঙ্গাইলের ঘাটাইলে এক রাতেই তিন বাড়িতে সিঁধ কেটে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপীনপুর ও আষাড়িয়াচালা গ্রামে।

ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপীনপুর গ্রামের জাহিদুল ইসলাম ও রুবেল মিয়া এবং আষাড়িয়াচালা গ্রামের আব্দুল হাই মিয়ার বাড়িতে গতকাল সোমবার রাতে সিঁধ কেটে চুরির ঘটনাটি ঘটে। 

চুরি যাওয়া বাড়ির মালিকদের অভিযোগ নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ তিন বাড়ি থেকে দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। আষাড়িয়াচালার আব্দুল হাই বলেন, সকাল বেলায় ঘুম থেকে উঠে সিঁধ কেটে চুরির ঘটনা নজরে আসে রাতে বিষয়টি টেরই পাইনি।

ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূইয়া (মিঠু) বলেন, ঘটনাটি অবগত হয়েছি। করোনাকালীন সময়ে একই রাতে তিন বাড়িতে সিঁধ কাটার ঘটনা উদ্বেগজনক।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা