kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২ জুন, ২০২০ ২০:২০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি কুমিল্লার দেবিদ্বারের নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হন। আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের  ছাত্র সোহরাওয়ার্দী ভূঁইয়া।  তিনি মঙ্গলবার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। মেইন সুইচ বন্ধ না থাকায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, 'এমন  মৃত্যু অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হারানো খুব কষ্টের। শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।'

এদিকে সোহরাওয়ার্দী ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

মন্তব্যসাতদিনের সেরা