kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

কুমিল্লায় নতুন আক্রান্ত ৮০ জন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২ জুন, ২০২০ ১৯:০৬ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় নতুন আক্রান্ত ৮০ জন

কুমিল্লা জেলায় নতুন করে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকায় নমুনা পরীক্ষায় ২৪ জন ও কুমিল্লায় নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন একজন। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে মঙ্গলবার সকালে দুজন ব্যবসায়ী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

সূত্র জানায়, কুমিল্লা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা নমুনার মধ্যে মঙ্গলবার ৫৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে চৌদ্দগ্রামের ১৬ জন, দেবীদ্বারের ১২ জন, ব্রাহ্মণপাড়ায় আটজন, সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, বরুড়ায় চারজন ও বুড়িচংয়ে তিনজন আছেন। সকালে ঢাকা থেকে পাওয়া প্রতিবেদনে ২৪ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী রয়েছেন।

এদিকে কুমিল্লার লাকসামে মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কাপড় ব্যবসায়ী স্বপন কান্তি সাহা (৪৬) ও  ওষুধ ব্যবসায়ী লোকমান হোসেন (৪৪)। স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে তাদের দাফন ও সৎকার করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা