kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২ জুন, ২০২০ ০৯:১৮ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় এক ব্যবসায়ীর (৫৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলা শহরের কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।

করোনায় কাপড় ব্যবসায়ীর (৫৮) মৃত্যু প্রসঙ্গে জানতে চাইলে নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঈদের দুই দিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এর পর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে বাসাতেই তিনি মারা যান। 

উল্লেখ্য, এখন পর্যন্ত নওগাঁয় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।

মন্তব্যসাতদিনের সেরা