kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

বগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১ জুন, ২০২০ ২৩:০৭ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় নতুন করে ৩৫ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ৮ জন এবং শিশু একজন। এদের মধ্যে সদরের ২০ জন, সারিয়াকান্দির ৬ জন, শাজাহানপুরের ৪ জন, গাবতলী ২ জন, কাহালু, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে। সদরের মধ্যে মালগ্রাম, জলেশ্বরীতলা, কলোনী, শিববাট্টি, সাবগ্রাম, মালতীনগর, নারুলী, সুত্রাপুর, আটাপাড়া, হাকিড় মোড়।

শজিমেকের ১৮৮ ও টিএমএসএস এর ২০ ফলাফলে বগুড়ায় (৩৫ জন পজিটিভ)।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মৃত্যু ১ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৩৭১ জন। 

মন্তব্যসাতদিনের সেরা