kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সিলেটে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিলেট অফিস   

১ জুন, ২০২০ ১৯:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিলেটে প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের হামলায় এক যুবক খুন হয়েছেন। রবিবার রাতে সিলেট সদর উপজেলার ফরিংউড়া গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক আজ সোমবার ভোরে হাসপাতালে মারা যান। নিহতের নাম আল আমিন (২৬)। তিনি খাদিমনগর ইউনিয়নের ফরিংউড়া গ্রামের মুসা মিয়ার ছেলে।

জানা গেছে, ওই গ্রামের হুছন আহমদ ও ইলিয়াসের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে টেটার (সুলফি) আঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান। 

সিলেট মহানগর পুলিশের বিমানন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া বাধলে তা থামাতে এগিয়ে যান আল আমিন। এ সময় এক পক্ষ আল আমিনকে অন্য পক্ষের ভেবে তার বুকে টেটা দিয়ে আঘাত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

মন্তব্যসাতদিনের সেরা