kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

করোনায় শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি   

১ জুন, ২০২০ ১৭:৩০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল টেকনোলজি অ্যান্ড পলিমাল সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী সানাউর রহমান মৃত্যুবরণ করেছেন।

গতকাল রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিইপি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মস্তাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সানাউর রহমান গত দশদিনের মতো জ্বর-কাশিতে ভুগছিলেন। গত শনিবার তার শ্বাসকষ্ট শুরু হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। 

উল্লেখ্য, সানাউর রহমান শাবিপ্রবির ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনা জেলার সুজানগরে অবস্থিত। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি এস আর কেমিক্যালস এর ম্যানেজার প্রোডাকশন এর দায়িত্ব পালন করেছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা