kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

ধামইরহাটে নদীতে নেমে শিশুর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি   

৩১ মে, ২০২০ ১৫:২৮ | পড়া যাবে ১ মিনিটে



ধামইরহাটে নদীতে নেমে শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে চিরি নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল শিশু জিহান বাবু (১০)। নদীতে গোসল করতে নেমে শিশু জিহানের আর খোঁজ মেলেনি। খোঁজাখুয়জির আধাঘণ্টা পর তার মহদেহ পানিতে ভেসে ওঠে। গত শনিবার বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বিকন্দখাস এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার নর নানাইচ হঠাৎ পাড়া গ্রামের আশরাফ হোসেনের ছোট ছেলে জিহান ঈদের পর বিকন্দখাস গ্রামে তার নানা আব্দুল গফুর মন্ডলের বাড়ি বেড়াতে যায়। ঘটনার দিন বিকেলে পাশের চিরি নদীতে গোসল উদ্দেশ্যে নদীতে লাফালাফি করতে থাকে। একপর্যায়ে জিহান নদীতে লাফ দিলে পানিতে তলিয়ে যায়। আধাঘণ্টা পর তার মরদেহ ব্রিজের নিকট ভেসে ওঠে। রবিবার সকালে তার লাশ দাফন করা হয়।

মন্তব্য



সাতদিনের সেরা