kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সালথায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩১ মে, ২০২০ ১৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেসালথায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা ওই ইউনিয়নের সোনাতনদী পশ্চিমপাড়া গ্রামের মৃত গফুর খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃদ্ধা হালিমা বেগম ফুলবাড়িয়া বাজারের দক্ষিণ পাশে অপূর্ব হোড়ের 'স' মিলের সামনে দিয়ে জামাই বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যদুনন্দী থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ফেটে যায়। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় হালিমা বেগমকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর হালিমা মারা যায়। এদিকে মোটরসাইকেলচালক ঘটনা ঘটার পরেই মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। 

সালথা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই হালিমা বেগমকে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগম মারা যান।

মন্তব্যসাতদিনের সেরা