kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

জাতীয় দলের সাবেক ফুটবলার সালাহউদ্দিনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩১ মে, ২০২০ ১১:৫০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় দলের সাবেক ফুটবলার সালাহউদ্দিনের মৃত্যু

জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় ও মোহামেডান ক্লাবের তুখোড় ফুটবলার এসএম সালাহউদ্দিন মারা গেছেন। রবিবার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর নিজ বাড়িতে শেষ তিনি নি:শ্বাস ত্যাগ করেন। তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান। 

সাবেক ফুটবলার সালাউদ্দিন আহম্মেদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। তার স্ত্রী ও দুই ছেলে রেখে মারা যান। 

ফুটবলার সালাউদ্দিনের ভাতিজা মহাইমিনুল আহম্মেদ রাতুল জানান, তার চাচা ফুটবলার সালাউদ্দিন ভোর ৪টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গত পরশু করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল শনিবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। 
সালাউদ্দিনের নামাজের জানাযা আজ বাদ জোহর স্থানীয় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় কবরস্থানে মরহুমের মরাদেহ দাফন করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা