kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

রাজবাড়ীতে পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি    

৩১ মে, ২০২০ ০০:৩৭ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ীতে পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে নতুন করে আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার কালুখালী থানার দুই পুলিশ সদস্য এবং সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের একজন রয়েছেন। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসা ১০২টি স্যাম্পলের মধ্যে এই তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট কারোনা পজেটিভ হলো ৬১ জন। 

শনিবার বিকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিট থেকে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তারা বাড়িতে ফিরে গিয়ে আরো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। বাড়ি ফিরে যাওয়াদের মধ্যে রয়েছেন, জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরের বাবা, মা ও তাদের দুই মেয়ে এবং জেলা শহরের ধুনচি গ্রামের যুবক আলিম।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, আজ তিনজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে একজনের বাড়ি রাজবাড়ী সদরের মহাদেবপুরে এবং অন্য দুই জন কালুখালী থানার পুলিশ কনস্টেবল। পুলিশ সদস্যদের রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা