kalerkantho

বৃহস্পতিবার । ১ শ্রাবণ ১৪২৭। ১৬ জুলাই ২০২০। ২৪ জিলকদ ১৪৪১

মুন্সীগঞ্জে তিন শিশুসহ ৪৪ জন আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৩০ মে, ২০২০ ২১:২৪ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জে তিন শিশুসহ ৪৪ জন আক্রান্ত

মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭০৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৮ জন। মারা গেছেন ১৯ জন।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার ১৮৪ টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। যারমধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, শ্রীনগর উপজেলায় তিনজন, লৌহজং উপজেলায় একজন ও সিরাজদিখানের একজন রয়েছেন। এছাড়া শনিবার পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবারআরও  ৮২টি নমুনা পরীক্ষার জন্য নিপসমে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৩২জন পুরুষ, ৯ জন নারী ও তিনজন শিশু। তাদের বয়স তিন বছর থেকে ৬০ বছর পর্যন্ত।

মন্তব্যসাতদিনের সেরা