kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

গোপালগঞ্জে একদিনে শনাক্ত ১৫ করোনা রোগী

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মে, ২০২০ ০৮:৪৯ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে একদিনে শনাক্ত ১৫ করোনা রোগী

গোপালগঞ্জে নতুন করে আরও ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে।

গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে একই পরিবারের ৬ জনসহ আটজন, কোটালীপাড়ায় তিনজন, কাশিয়ানীতে তিনজন, টুঙ্গিপাড়ায় একজন রয়েছেন।

জেলায় আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন, আর ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ  নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

করোনায় আক্রান্তদের বাড়িসহ আশাপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা