kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

দামুড়হুদায় ওসিসহ আরো দু’জনের করোনা শনাক্ত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৯ মে, ২০২০ ২৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেদামুড়হুদায় ওসিসহ আরো দু’জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নতুন করে দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এনিয়ে দামুড়হুদা উপজেলায় আক্রান্তের সংখা দাঁড়ালো ১৮ জনে। এর মধ্যে ছয়জন সুস্থ হয়ে উঠেছেন। 

শুক্রবার রাত ৮টার দিকে এই দুইজনের রিপোর্ট করোনা পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা।

স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, বৃহস্পতিবার উপজেলার ১৫ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর দর্শনার মোহাম্মদপুরের একজনের রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া একই দিন উপজেলার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও (ওসি) করোনা পজেটিভ আসে। নতুন এই দু’জন নিয়ে দামুড়হুদায় মোট আক্রান্তের সংখা ১৮ জন। এই আক্রান্তদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে উঠেছেন।

মন্তব্যসাতদিনের সেরা