kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি   

২৯ মে, ২০২০ ১৯:৪৯ | পড়া যাবে ১ মিনিটেডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘাতক গাড়ি ও ড্রাইভার

সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার জেলার ডোমার উপজেলার কেতকীবাড়িতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়। 

পুলিশ জানায়, দুপুরে ডোমার উপজেলার চিলাহাটি-গোমনাতী সড়ক দিয়ে রোগী দেখে দুই আয়ুর্বেদিক চিকিৎসক মোটরসাইকেল যোগে চিলাহাটি ফিরছিল। পথে কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোডেরপাড় নামক স্থানে পাকারাস্তায় শুকাতে দেওয়া খড়ে স্লিপ কেটে মোটরসাইকেলসহ আরোহীরা পড়ে যায়।

এ সময় বিপরিত দিক হতে আসা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঔষধ সরবরাহের পিকআপ (ঢাকা মেট্রো-ম ৫১-৮৮৯৬) এসে উল্টেপড়া মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আয়ুর্বেদিক চিকিৎসক লুৎফর রহমান (৬৫) ঘটনাস্থলে নিহত ও অপরজন বরকতউল্লাহ (৫০) আহত হয়। নিহত ব্যক্তি চিলাহাটি লিচুতলা গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান ঔষধ কম্পানির পিকআপটি চালকসহ আটক করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা