kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

শাহজাদপুরে ওষুধ কম্পানির শ্রমিক করোনা আক্রান্ত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৯ মে, ২০২০ ১৬:২৩ | পড়া যাবে ১ মিনিটেশাহজাদপুরে ওষুধ কম্পানির শ্রমিক করোনা আক্রান্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জানা গেছে, উপজেলার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মানিক হোসেন ঢাকায় এস কে এফ ওষুধ কম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিল। তিনি ঈদের আগের দিন করোনা পজিটিভ নিয়ে বাড়িতে আসে।

করোনায় আক্রান্তের বিষয়টি পরিবার থেকে গোপন রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ও তা জানাজানি হলে আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম খান সেখানে যান। তিনি ঢাকায় খবর নিয়ে জানতে পারেন মানিকের করোনা পজিটিভ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা এদিন এনায়েতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হুদা খুকনী ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চানের উপস্থিতিতে মানিকের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করে দেন। মানিক তার বাড়ি থেকেই চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

মন্তব্যসাতদিনের সেরা