kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৭ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২৯ মে, ২০২০ ১৫:২৫ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৭ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আজ শুক্রবার দুপুরে আসা রিপোর্টে আরো ১৭ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডা. সানজিদা।

তিনি জানান, সদর উপজেলায় ১৫ জন (রাধিকায় একজন, মধ্যপাড়ায় চারজন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, সদর হাসপাতালে একজন, পীরবাড়ির দুইজন, কাজিপাড়া তিনজন, কলেজপাড়ায় একজন, মুন্সেফপাড়ায় একজন, ভাদুঘর একজন), আশুগঞ্জ উপজেলার আলমনগরে একজন ও বিজয়নগর উপজেলার সিংগারবিলে একজন। ইতিমধ্যে জেলায় আক্রান্ত ১৩১ জনের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৮০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৩৬২ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৫৪ জন। এর মধ্যে ঢাকায় পাঁচজন, কুমিল্লায় একজন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় মারা যান দুজন।

মন্তব্যসাতদিনের সেরা