kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

ছাতকে ডাক্তারসহ আরো ছয়জন করোনায় আক্রান্ত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২৯ মে, ২০২০ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটেছাতকে ডাক্তারসহ আরো ছয়জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের ছাতকে ডাক্তারসহ আরো ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

সূত্র জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ইউনানী) ডাঃ শাহীন রেজা, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাওঁ এর তিনজন এবং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী ও তার ছেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
 
এ নিয়ে উপজেলায় মোট ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন আহমদ।

মন্তব্যসাতদিনের সেরা