kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

জন্মদিনে বাবার কাছে গল্প শুনে কাটাল আব্রাম

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মে, ২০২০ ১৪:০১ | পড়া যাবে ১ মিনিটেজন্মদিনে বাবার কাছে গল্প শুনে কাটাল আব্রাম

লকডাউনের কারণ আর সবার মতো খোদ বলিউড বাদশা শাহরুখ খানও গৃহবন্দি। এখনে দিনের গোটা সময়টা 'মান্নাত'-এ কাটছে শাহরুখের। আর তাই বুধবার শাহরুখের ছোট পুত্র আব্রামের জন্মদিনটাও তাই কাটলো বাবার সঙ্গেই।

জন্মদিনে ছোট্ট আব্রামকে গল্পের বই পড়ে শুনিয়েছেন শাহরুখ। ঠিক আর পাঁচজন সাধারণ বাবার মতোই। শাহরুখের কাছ থেকে আব্রামের গল্প শোনার একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর মা গৌরী খান। ভিডিও শেয়ার করে গৌরী লিখেছেন, আব্রাম ভয়ের একটি গল্প শুনছে। নিজের পছন্দের বই, গান আর পছন্দের মানুষের সঙ্গেই আব্রাম এবারের জন্মদিন পালন করেছে।

আব্রামকে বেশিরভাগ সময় শাহরুখের সঙ্গেই কাটাতে দেখা যায়। শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আরিয়ান ও সুহানা বড় হয়ে গিয়েছে, তাই তিনি আর গৌরী আব্রামকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। বহুদিন হল সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন শাহরুখ, আর তিনি এই সময়টা বেশিরভাগ পরিবারকেই দিচ্ছেন। এপ্রসঙ্গে গৌরী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শাহরুখ এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকায় তিনি খুশি। 

মন্তব্যসাতদিনের সেরা