kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

মোবাইল উদ্ধার করতে গিয়ে শৌচাগারের ট্যাংকে পড়ে মা-ছেলের মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি    

২৯ মে, ২০২০ ০০:৪৮ | পড়া যাবে ১ মিনিটেমোবাইল উদ্ধার করতে গিয়ে শৌচাগারের ট্যাংকে পড়ে মা-ছেলের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে শৌচাগারের পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কয়ামাজমপুর সড়কপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কয়ামাজমপুর এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী ফিরোজা বেগম (৩৭) এবং তার ছেলে রাসেল রানা (১৭)। রাসেল কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রাসেল রানা তার বাবার দোকানে চা বিক্রি করছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেল শৌচাগারের যাওয়ার জন্যে বাড়িতে আসে। বাড়ির শৌচাগারে গেলে তার মোবাইল ফোনটি শৌচাগারের ট্যাংকের ভেতের পড়ে যায়। পরে মোবাইলটি তুলতে গিয়ে সে ময়লার ট্যাংকে পড়ে যায়। তখন চিৎকার করে মাকে ডাক দেয়। মা ফিরোজা বেগম ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিজেও পড়ে যান। এতে মা ও ছেলের মৃত্যু হয়।

এই ঘটনার পর স্থানীয় লোকজন এসে তাদের লাশ উদ্ধার করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কনা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা