kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নেতার করোনা শনাক্ত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৮ মে, ২০২০ ২২:১৩ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নেতার করোনা শনাক্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরে বসবাসরত এক মুক্তিযোদ্ধা ও ঢাকাস্থ গফরগাঁও সমিতির এক ব্যবসায়ী নেতার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মোট ৬ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে আজ বৃহস্পতিবার এই দুজনের পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে উপজেলায় পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স, স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ২৭ জন সুস্থ হওয়ার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। 

পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসারত আছেন। অন্যরা স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান মানিক বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ৩১ জনের মধ্যে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে চিকিৎসা নেওয়ায় ২৭ জন সুস্থ হয়েছেন। মেয়র মহোদয় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা হোম আইসোলেশনে আছেন। আল্লাহর রহমতে আশা করি মেয়র মহোদয়সহ সকলেই সুস্থ হয়ে উঠবেন।

মন্তব্যসাতদিনের সেরা