kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

বগুড়ায় নতুন আক্রান্ত ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৮ মে, ২০২০ ২১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় নতুন আক্রান্ত ৩৫ জন

বগুড়ায় বৃহস্পতিবার নতুন করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী চারজন ও শিশু তিনজন। তাদের মধ্যে সদরের ১৮জন, শাজাহানপুরের চারজন, গাবতলীর চারজন, আদমদিঘীর চারজন, কাহালু, শেরপুর, ধুনট, দুপচাচিয়া ও শিবগঞ্জের একজন করে। আক্রান্তদের মধ্যে চেলোপাড়ার ছয়জন ও শিববাটির চারজন একই পরিবারের  সদস্য। নিশিন্দারায় এক নার্সের পরিবারের রয়েছেন দুজন।

নতুন শনাক্ত হওয়া রোগীরা স্থানীয়ভাবে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। এনিয়ে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। মারা গেছেন একজন।

মন্তব্যসাতদিনের সেরা