kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

কদম ফুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি   

২৮ মে, ২০২০ ০৬:৫৮ | পড়া যাবে ১ মিনিটেকদম ফুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা পৌরসভায় কদম গাছ থেকে ফুল পাড়তে গিয়ে আরাফাত হোসেন (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আরাফাত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে। 

বুধবার সকালে পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী পশ্চিমপাড়ায় মাগুরাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরাফাত বেলা সাড়ে ১১ টার দিকে তার বাড়ির কদম গাছে ফুল পাড়তে গাছ ওঠে। এ সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না। সেই সাথে রাতে ঝড়ো হাওয়ায় ইদ্রিস আলী শেখের নিজ মিটারের তার ছিড়ে ছিলো। তবে হঠাৎ বিদ্যুৎ আসায় পুরো টিনসেটের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় টিনের চালের উপর উঠে কদম ফুল পারতে যাওয়া আরাফাত সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। 

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন দেয়। পরে কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।

মন্তব্যসাতদিনের সেরা