kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

খুলে দেওয়া হলো স্লুইচগেট

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

২৭ মে, ২০২০ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেখুলে দেওয়া হলো স্লুইচগেট

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের বোরো ফসল রক্ষায় নির্মিত তিনটি জলকপাট (স্লুইচগেট) খুলে দেওয়া হয়েছে। হাওরের ফসল কর্তণ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড গত মঙ্গলবার বিকালে জগন্নাথপুরের তিনটি স্লুইচগেট খুলে দিয়েছে। খুলে দেওয়া স্লুইচগেট হলো উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরের ভুরাখালি স্লুইচগেট, ইকড়ছই স্লুইচগেট ও মনাইখালি স্লুইচ গেট। 

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, জগন্নাথপুরে ইতিমধ্যে প্রতিটি হাওরের ফসল ফসল কাটা শেষে হয়েছে। পানি বেড়েছে নদ নদীতে। এজন্যে আমরা তিনটি স্লুইসগেট খুলে দিয়েছি। বোরো ফসল রক্ষায় জগন্নাথপুরের মোট ৫টি স্লুইচগেট রয়েছে।

প্রসঙ্গত, এবার জগন্নাথপুরে বোরো ফসলের বাস্পার ফসল হওয়াতে কৃষকের মুখে হাসি ফুটেছে। কষ্টের ফসলে ঘর ভরেছে কৃষকের। এরমধ্যে অনেক কৃষক ধান বিক্রি শুরু করেছেন

মন্তব্যসাতদিনের সেরা