kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

খাল থেকে প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২৭ মে, ২০২০ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেখাল থেকে প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার খাউড়া খাল থেকে মিশু (২৬) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মিশু বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রামের জালাল উদ্দিনের পুত্র। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা খাউড়া খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মিশু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই শাজাহাপুরের জালশুকা বাজারে এসে ভিক্ষা করত। মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে পা পিছলে খালে পড়ে গিয়ে উঠতে না পেরে মারা গিয়ে থাকতে পারে।

থানার ওসি আজিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা