kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২৬ মে, ২০২০ ২৩:০৪ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় করোনায় আক্রান্ত এক ব্যক্তি (৭৪) মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন তিনি। একই সঙ্গে তার সন্তান (১৮) নিজ বাড়িতে এখনো আইসোলেশনে রয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হোম আইসোলেশানে বৃদ্ধের মৃত্যু হয়। মৃত ব্যক্তি চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ থাকায় পশ্চিম গণিপুরের এ বাসিন্দা ও তার কলেজ পড়ুয়া ছেলে নমুনা দিয়েছিলেন। গত ২১ মে বৃহস্পতিবার তাদের দুজনের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তাদের দুজনকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার দুপুরে ৭৪ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। সকল ধরনের নিয়ম মেনে স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন তার দাফনের দায়িত্ব নিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা