kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

বগুড়ায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৬ মে, ২০২০ ২২:২৯ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত

বগুড়ায় মঙ্গলবার নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। জেলায় মোট আক্রান্ত ১৯০ জন।

সূত্র জানায়, বগুড়ায় নতুন করে আক্রান্তদের মধ্যে সদরের ৬ জন, কাহালু, ধুনট, শাজাহানপুর,  শিবগঞ্জ ও সোনাতলার একজন করে। সদরের ৬ জনের মধ্যে ঠনঠনিয়ার একজন (ঢাকা ফেরত), রহমাননগরের একজন, নাটাইপাড়ার একজন, মালগ্রাম দক্ষিণপাড়ার একজন,  নিশিন্দারার বাসিন্দা একজন নার্স ও পালশার একজন। সোনাতলার চরপাড়ায় ঢাকা ফেরত একজন। শিবগঞ্জের মোকামতলার একজন। ধুনট চিকাশীর একজন। শাজাহানপুর শাকপালার একজন নার্স ও কাহালু পরীবকুলতলার একজন। 

নতুন আক্রান্ত ১১জনসহ বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মারা গেছেন একজন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৭৩ জন।

মন্তব্যসাতদিনের সেরা