kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

কচুয়ায় আগুনে পুড়ল মুদি দোকান

চিতলমারী-কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি   

২৬ মে, ২০২০ ১৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকচুয়ায় আগুনে পুড়ল মুদি দোকান

বাগেরহাটের কচুয়া উপজেলায় মুদি দোকান আগুন পুড়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানি জানান। সোমবার দিবাগত গভীর রাতে এই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এই বিষয়ে আজ মঙ্গলবার কচুয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত দোকানি আলতাপ সেখ জানান, কচুয়ার মঘিয়া ইউনিয়নের বড় আন্ধারমানিক গ্রামের মৃত. মান্নান সেখের ছেলে তিনি। তার মুদি দোকানটি ছিল গ্রামের পুরানো জামে মসজিদের কাছে। প্রতিদিনের ন্যায় সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান।

সোমবার দিবাগত রাত ২টার দিকে দোকানে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশী হালিমা বেগম। তার ডাক চিৎকারে গ্রামবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দোকানঘরসহ সকল মালামাল পুড়ে যায়।

পুলিশ সূত্র জানায়, এ ব্যাপারে কচুয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা