kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

বান্দরবানে পোশাককর্মীর করোনা শনাক্ত, লকডাউনে পুরো কারখানা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২৬ মে, ২০২০ ০১:১৬ | পড়া যাবে ১ মিনিটেবান্দরবানে পোশাককর্মীর করোনা শনাক্ত, লকডাউনে পুরো কারখানা

বান্দরবান শহরের সোয়েটার প্রস্তুতকারী একটি কারখানার এক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এই ঘটনার পর জেলা প্রশাসন সম্পূর্ণ রপ্তানিমুখি ওই কারখানাকে লকডাউন করে দিয়েছে। কারখানা বন্ধের পাশাপাশি সেখানে কর্মরত পাঁচশ ৪১ জন শ্রমিক-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১৮ মে কাজে যোগ দিতে আসা এক শ্রমিকের দেহে অতিরিক্ত তাপমাত্রা পেয়ে তাকে কারখানায় ঢুকতে না দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। সেদিনই তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। সোমবার তার নমুনা পরীক্ষার পজেটিভ ফলাফল পাওয়া যায়। 

সোমবার সন্ধ্যায় করোনা পজেটিভ শনাক্ত ওই শ্রমিক এবং তার কক্ষে থাকা সঙ্গীকে বান্দরবান সদর হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজ ভবনে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা