kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

বরিশালে চিকিৎসকসহ আক্রান্ত ১১জন

বরিশাল অফিস   

২৬ মে, ২০২০ ০১:০১ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে চিকিৎসকসহ আক্রান্ত ১১জন

ঈদের দিন সোমবার বরিশালে চিকিৎসক, সেবিকা ও পুলিশ সদস্যসহ ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।  এ নিয়ে বরিশালে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৬৭জন। জেলা  প্রশাসনের মিডিয়ার সেল এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক, একজন সেবিকা ও বিএমপির একজন পুলিশ সদস্য। এছাড়া পুলিশ পরিবারের একজন সদস্য, কাউনিয়া এলাকার দুইজন, রুপাতলি এলাকার একজন, সাগরদি এলাকার একজন, সিকদার পাড়া এলাকার একজন ও জর্ডন রোড এলাকার একজন রয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ১১ব্যক্তির বাড়িসহ অবস্থান লকডাউন করা হয়েছে। তাদের যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।

মন্তব্যসাতদিনের সেরা