kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

বিজিবি-বিএসএফ'র ঈদ শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি   

২৫ মে, ২০২০ ১৭:২৯ | পড়া যাবে ১ মিনিটেবিজিবি-বিএসএফ'র ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে দুই বাহিনীর পক্ষে শুভেচ্ছা জানিয়েছে। আজ সোমবার বিকালে হিলি সীমান্তের ফকিরপাড়াস্থ বটতলি নামক এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার জগদিশ প্রসাদ দুবাহিনীর পক্ষে এই মিষ্টি বিনিময় করেন।

বিজিবির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার চাঁন মিয়া জানান, আজ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ সময় তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে কর্তব্যরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ যেন বজায় রাখে এলক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকি। এ ধরনের রেওয়াজ এই সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।

মন্তব্যসাতদিনের সেরা