kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

নীলফামারীতে আরো ৪ জনের করোনা শনাক্ত

নীলফামারী প্রতিনিধি   

২৫ মে, ২০২০ ১৪:৫৩ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীতে আরো ৪ জনের করোনা শনাক্ত

নীলফামারীতে নতুন করে আরো ৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ জন নারী রয়েছে। এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৮৪ জন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিৎ করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, নতুন করে করোনা শনাক্ত ৪ জনের মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ১ নারী সহ ২ জন, ডিমলা উপজেলায় ৬৫ বছরের ১ বৃদ্ধা ও সৈয়দপুর উপজেলায় ১ জন রয়েছে। গত রবিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৩ জনের এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগে পৌঁছে।

মন্তব্যসাতদিনের সেরা