kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

পীরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড ৬ গ্রাম

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

২৫ মে, ২০২০ ১২:৩৬ | পড়া যাবে ১ মিনিটেপীরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড ৬ গ্রাম

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া, বিরহলী, ভেলাড়ৈড়, চাপোড়, মালঞ্চাসহ আশপাশের ৬টি গ্রাম। ভেঙে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত অসংখ্য কাঁচা ও আধাপাকা বাড়িঘর। ক্ষতি হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রতে কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় কয়েকটি গ্রাম। গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। ঝড়ে গাছ উপড়ে পড়ে চাপা পড়ে অনেক বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয় আম, কাঁঠাল, লিচু সহ ফসলের ক্ষেত। বাড়িঘর ভেঙে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

গুয়াগাও মহল্লার রফিক জানান, রাতের বেলায় ঝড়ে গাছপালা ও ঘড়বাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। বিরহলী গ্রামের নসরতে খোদা জানান, আম, লিচু, কাঁঠালসহ অসংখ্য বনজ গাছ উপড়ে গেছে এবং ডাল ভেঙে প্রায় ন্যাড়া হয়ে গেছে। এদিকে বোরো ও ভুট্টা ক্ষেত বাতাসে মাটির সাথে নুয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা