kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

বরিশালে এক পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত

বরিশাল অফিস   

২৪ মে, ২০২০ ০৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে এক পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত

বরিশালে পুলিশের এক সদস্যসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার বরিশাল শে-ই- বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাব ও ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ আসে। শনিবার রাতে বরিশালের জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তরা হলেন, বরিশাল জেলা পুলিশের সদস্য (৩৭), শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক সেবিক (৪৮), বাবুগঞ্জ উপজেলায় বাসিন্দর একজন (১৭) এবং নগরীর শের-ই-বাংলা সড়কের বাসিন্দা পুরুষ (৪৯)।

বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই চারজন ব্যক্তির বাড়ি এবং অবস্থান লকডাউন করা হয়েছে। এছাড়াও তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা