kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

রাঙামাটির করোনা আক্রান্ত বেড়ে ৫৬

রাঙামাটি প্রতিনিধি   

২৪ মে, ২০২০ ০০:৪৮ | পড়া যাবে ১ মিনিটেরাঙামাটির করোনা আক্রান্ত বেড়ে ৫৬

রাঙামাটি জেলায় ছয়জন পুলিশ সদস্যসহ মোট দশজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে এতথ্য জানা গেছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬।রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তারমধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ মিলেছে।

অন্যদিকে চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৬ টি রিপোর্টের মধ্যে ৮ টি পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে মানিকছড়ি ক্যাম্পের তিনজন পুলিশ ও বেতবুনিয়া ফাঁড়ির তিনজন পুলিশ রয়েছেন। অন্য দুজনের একজন রাঙামাটি শহরের টিএন্ডটি এলাকার, অন্যজন লংগদু উপজেলার।

সর্বশেষ শনাক্ত দশজনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৬। তাদের মধ্যে প্রথম আক্রান্ত চারজন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। তারা ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।

মন্তব্যসাতদিনের সেরা