kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

বগুড়ায় নতুন করে আক্রান্ত ২৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৩ মে, ২০২০ ২৩:১৮ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় নতুন করে আক্রান্ত ২৫

বগুড়ায় শনিবার নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন সদরের ১২জন, শাজাহানপুরের পাঁচজন, শেরপুরের তিনজন, গাবতলীর দুজন, কাহালু,  দুপচাচিয়া ও সোনাতলায় একজন করে। সদরের ১২জনের মধ্যে ১১জনই চেলোপাড়ার। তারা সবাই চাষীবাজারে মাছ বিক্রি করেন। সেখান থেকেই আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি। অন্য একজন জহুরুল নগরের। শাজাহানপুরের মাঝিরার এক দম্পতি ঢাকা ফেরত বলে জানা গেছে। শেরপুরের  শাহপাড়ায় এক দম্পতি ও পুলিশ সদস্য এসেছেন ঢাকা থেকে। দুপচাচিয়ার তারোলা এলাকার করোনা আক্রান্ত নারীও ঢাকা ফেরত বলে জানা গেছে।

সর্বশেষ ২৫ জনসহ বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মারা গেছেন একজন।

মন্তব্যসাতদিনের সেরা