হতদরিদ্র মুক্তিযোদ্ধা মুরাদ আলীকে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের নিজ বাড়িতে মুরাদ আলীকে আনুষ্ঠানিক ভাবে বাড়ির চাবি হস্তান্তর করে র্যাব-১২ কোম্পানি কমান্ডার লে. কর্নেল খাইরুল ইসলাম।
এ সময় লে. কর্নেল খাইরুল ইসলাম বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছিলাম মুরাদ আলীর একটি কুঁড়ে ঘর রয়েছে। বিষয়টি আমরা সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পাই। এরপর বিষয়টি নিয়ে র্যাব মহাপরিচালকের সাথে আলোচনা করে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, র্যাব দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। আমরা ভবিষ্যতে যদি এমন অসহায় মানুষের খবর পাই র্যাব তাদের পাশেও দাঁড়াবে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলি (র্যাব)-১২ কুষ্টিয়া কোম্পানী কমান্ডার এএসপি সজল কুমার সরকার।
ঘর পেয়ে মুক্তিযোদ্ধা মুরাদ আলী বলেন, আমার ঘর বাড়ি কিছুই ছিলো না। র্যাব আমাকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছে। আমি র্যাব বাহিনীকে ধন্যবাদ জানাই। জীবন জীবিকার তাগিদে মুরাদ আলী এক সময় ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন।
মন্তব্য