kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

তাড়াশে ৬০০ দুস্থের মাঝে যাকাতের কাপড় বিতরণ

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ২১:২১ | পড়া যাবে ১ মিনিটেতাড়াশে ৬০০ দুস্থের মাঝে যাকাতের কাপড় বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে রিশান গ্রুপের উদ্দ্যোগে ছয় শ হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতি থেকে আজ শনিবার পর্যন্ত তিন ধরে উপজেলা বিভিন্ন গ্রামে রিশান গ্রুপের উদ্যোগে যাকাতের কাপড় বিতরণ করা হয়।

করোনা দুর্যোগের কারণে রিশান গ্রুপ কর্তৃপক্ষ তাড়াশ পৌর সদর থেকে শুরু করে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন রিশান গ্রুপের চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডি জে শাকিল ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির। বিতরণকৃত কাপড়ের মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গী।

এ প্রসঙ্গে রিশান গ্রুপের চেয়ারম্যান ডি জে শাকিল বলেন, এ বছরে ঈদটা অন্য রকম। মানুষ বেঁচে থাকার নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। এ কারণে আমরা উৎসবের আঙ্গিক না বাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি।

মন্তব্যসাতদিনের সেরা