kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

আম্ফানের আঘাতে বেনাপোলে আহত যুবকের মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ১৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেআম্ফানের আঘাতে বেনাপোলে আহত যুবকের মৃত্যু

যশোরের বেনাপোলে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে ঘর চাপা পড়ে গুরুতর আহত শাহিন আলী (২৭) নামে এক রংমিস্ত্রি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। শনিবার (২৩ মে) দুপুর দেড়টায় তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

নিহত শাহিন আলী বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের শাহেব আলী ছেলে। এ নিয়ে সাইক্লোন আম্ফানের তাণ্ডবে গাছ ও দেয়াল চাপা পড়ে শার্শা-বেনাপোলে ৫ জনের মৃত্যু হলো। 

নিহত ব্যক্তির বড় ভাই কামাল হোসেন বলেন, গত বুধবার (২০ মে) আম্ফান ঘূর্ণিঝড়ে ঘরের দেয়াল ভেঙে আমার ছোট ভাই চাপা পড়ে। এতে তার ঘাড়ে ও বুকে গুরুতর আঘাত পায়। পরদিন বৃহস্পতিবার (২১ মে) সকালে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। কিন্তু ঢাকায় নেওয়ার সামর্থ না থাকায় তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার।

মন্তব্যসাতদিনের সেরা