kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

ডিজিটাল সেবা পৌঁছে দিতে ‘সিরাজগঞ্জ-৩’ অ্যাপস উদ্বোধন

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ১৯:৩৭ | পড়া যাবে ১ মিনিটেডিজিটাল সেবা পৌঁছে দিতে ‘সিরাজগঞ্জ-৩’ অ্যাপস উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে সংসদীয় আসন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ উপজেলার সর্বস্তরে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জ-৩ নামের একটি অ্যাপসের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অ্যাপসটির উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মীনী, নিপসনের পরিচালক ডা. হাফিজা সুলতানা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, প্রচার সম্পাদক আছাব আলী কিরণ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা মিনি, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ ও তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশ প্রমূখ।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, উল্লেখিত ‘সিরাজগঞ্জ-৩ ’ অ্যাপসের মাধ্যমে সংবাদ, চাকরি খবর, তথ্য-যোগাযোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও মতামত তুলে ধরা হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার অংশীদার হওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা