kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

কুমিল্লায় ১০ চিকিৎসকসহ আক্রান্ত ৬৩

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা   

২৩ মে, ২০২০ ১৮:১১ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় ১০ চিকিৎসকসহ আক্রান্ত ৬৩

কুমিল্লা জেলায় ১০ জন চিকিৎসকসহ ৬৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২৮। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্র জানায়, শনিবার আক্রান্তদের নাঙ্গলকোটের রয়েছেন ২৫ জন, মুরাদনগরে ১৪ জন, কুমিল্লা সিটি করপোরেশনে তিনজন, আদর্শ সদরে দুজন, সদর দক্ষিণে ছয়জন, লাকসামে সাত জন,  বুড়িচংয়ে একজন ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন।  এদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মণপাড়ার দুজনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে কুমিল্লাতে করোনায় মৃতের সংখ্যা ২০।  এদিকে গত পরশু মারা যাওয়া রকিবের নমুনা নেগেটিভ এসেছে। মুত্যুর পর তার লাশ ফেলে করোনা আতঙ্কে পালিয়েছিলেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, কুমিল্লার নাঙ্গলকোটে আক্রান্ত ২৫ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ চিকিৎসকসহ ১০ জন রয়েছেন। এছাড়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী ও কার্ডিওলজি বিভাগের দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের আরেক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা